শনিবার, ২২ মার্চ, ২০২৫

 


  • রাঙ্গামাটি নিয়ে ছন্দমূলক কবিতা
রাঙ্গামাটির পাহাড় চূড়ায়,
মেঘের সাথে খেলা,
নীল জলরাশি কাপ্তাই হ্রদে,
স্বপ্ন যেন মেলা।

সবুজ শ্যামল বনরাজি,
নাচে হাওয়ার সাথে,
ঝরনার জল গড়িয়ে নামে,
গানের মতো রাতে।

বৈচিত্র্যে ভরা আদিবাসী,
হাসি মুখে চলে,
শান্তি মাখা প্রকৃতিটা,
মনকে যেন বলে—

এসো এখানে, থাকো কিছুক্ষণ,
ভুলে যাও সব ক্লান্তি,
রাঙ্গামাটির রঙে মিশে,
পাবে সুখের শান্তি!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  রাঙ্গামাটি নিয়ে ছন্দমূলক কবিতা রাঙ্গামাটির পাহাড় চূড়ায়, মেঘের সাথে খেলা, নীল জলরাশি কাপ্তাই হ্রদে, স্বপ্ন যেন মেলা। সবুজ শ্যামল বনরাজি...